ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে স্বাস্থ্যকর্মীসহ আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন- সদর উপজেলার কলেজপাড়ায় দু'জন, শাহাপাড়ায় একজন, জগন্নাথপুর ইউনিয়নে একজন।
এছাড়া রাণীশংকৈল উপজেলায় দু'জন, বালিয়াডাঙ্গী উপজেলায় একজন ও পীরগঞ্জ উপজেলায় দু'জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৪ জন।
রবিবার রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে সিভিল সার্জন বলেন, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ নতুন করে জেলায় ৯ জন আক্রান্ত হয়েছে। নতুন করে আরও৮৬ জনের নমুনা পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আর করোনায় এ জেলায় মারা গেছেন দু'জন।
বিডি প্রতিদিন/আরাফাত