নাটোরে গণপরিবহন মনিটরিংয়ে নেমেছেন জেলা প্রশাসন ও পুলিশ এর যৌথ দল। করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহন চলাচলে সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
এই মনিটরিংয়ে ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, উপ-পরিচালক, বিআরটিএ ও বাস পরিবহণ মালিক সমিতির সদস্যবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার গণপরিবহনের সংশ্লিষ্ট চালক-চালকের সহকারী, সুপারভাইজার ও কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করেন কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে। সেই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে বাস স্টেশন এলাকায় কোনো টায়ারে-বোতলে যেন পানি জমে না থাকে এবং কোথাও বৃষ্টির পানি জমতে না পারে তার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন