শরীয়তপুর সদর উপজেলা পৌরসভার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশাবলী প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার পালং বাজার, প্রেমতলা, পৌর বাস স্ট্যান্ডসহ প্রধান সড়কে বিকাল ৫টা হতে রাত সাড়ে ৭টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কোভিড-১৯ প্রতিরোধে এসব এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ১১ জনকে মোট ৩,৭০০ (তিন হাজার সাতশত) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয় শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ