জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিনহাজ উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। উপজেলার মোসলেমাবাদ গ্রামে স্থানীয় একটি মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার গুনারিতলা গ্রামে, সে দুলাল উদ্দিনের ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে মিনহাজ উদ্দিন গুনারীতলা উত্তরপাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে অফিসের উদ্দেশ্যে বের হন। মোসলেমাবাদ এলাকার আলিম মাদ্রাসার সামনে একটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনহাজ উদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে। এই দুর্ঘটনায় অপর মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৩২) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ