ভালুকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিষ প্রয়োগ করে কয়েক লাখ পোনা মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর রাংচাপড়া গ্রামে। এ ঘটনায় ফিশারির কেয়ারটেকার আশরাফ উদ্দিন আশু বাদী হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় শফিকুল ইসলাম সাঈদ মালিকানাধীন ৮১ শতাংশ জমিতে পুকুর খনন করে মাছের চাষ করছে। ওই জমি নিয়ে ফিশারি মালিকের সাথে পৌর এলাকার মৃত শিরাজুল ইসলাম মাস্টারের ছেলে সাজ্জাদ হোসেনের জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ফিশারিতে খাদ্য দেওয়ার সময় প্রকাশ্যে দিবালোকে স্থানীয় কয়েকজন মানুষের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে পুকুরে বিষ প্রয়োগ করে সাজ্জাদ হোসেন। পরে কেয়ারটেকারের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে সাজ্জাদ হোসেন নামের ওই যুবক দৌড়ে পালিয়ে যায়।
ফিশারি মালিক শফিকুল ইসলাম সাঈদ বলেন, ‘জমির কোন প্রকার কাগজপত্র দেখাতে না পারলেও ক্ষমতা দেখিয়ে জমি দখলের জন্য দীর্ঘদিন যাবত আমাকে নানা ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছে সে।’
ফিশারিতে বিষ প্রয়োগকারী সাজ্জাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
ভালুকা মডের থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ‘বিষয়টা অমানবিক। অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার