চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নতুন করে ৩ জনের মৃত্যু হয়। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এদের মৃত্যু হয়েছে। রবিবার রাতে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাজনাখাল এলাকার কাজী শাহজাহান (৬০) চাঁদপুর আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ওই রাতে শ্বাসকষ্ট নিয়ে হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী গ্রামের সোলাইমান পাটওয়ারী (৬৫) মারা যান।
অপরদিকে সোমবার সকালে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ভাটরা শিবপুর সর্দার বাড়ীর মাওলানা এনায়েত উল্লাহ মাস্টার (৭২) মারা যান।
দাফনকারী দলের সদস্য শরীফুল হাসান জানান, রবিবার রাতে ও সোমবার সকালে আমরা ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি এবং আমাদের দাফন টিম তাদের দাফন কাজ সম্পন্ন করেছি। আল্লাহ আমাদের ক্ষমা করো, হেফাজতে রাখুন। সবাই সতর্ক ও ঘরে থাকুন।
বিডি প্রতিদিন/আল আমীন