কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের ইসলামি শিক্ষা বিষয়ের প্রভাষক এবং নান্দাইল উপজেলার আগ মুসুল্লি গ্রামের নূরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে জাহিদুল ইসলাম তার শ্বশুরবাড়ি করিমগঞ্জ উপজেলার সতেরদরিয়া গ্রাম থেকে মোটর সাইকেলে করে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি সদর উপজেলার নীলগঞ্জ পটুয়াকান্দি গ্রামের কাছে এলে বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকসার সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল থেকে তিনি ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন হাসপাতাল থেকে তার লাশ বাড়িতে নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার