বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল পাচার করে আনার সময় বিজিবি’র গুলিতে রহমত আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। আহত রহমত আলী বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। সে বিজিবি’র হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সোমবার ভোরে দৌলতপুর বালুর মাঠে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ৯৭ বোতল ফেনসিডিল ও ১ টি হাসুয়া উদ্ধার করেছে বিজিবি।
দৌলতপুর বিজিবি ক্যাম্পের একটি সুত্র জানায়, সোমবার ভোরে একদল চোরাকারবারী ভারত থেকে ফেনসিডিলের বড় একটি চালান নিয়ে দৌলতপুর সীমান্তের বালুর মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এ ধরণের সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালালে বিজিরি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বিজিবি উপর হামলা চালায়। এসময় বিজিবি আত্মরক্ষা ও সরকারী সম্পদ রক্ষার্থে তাদের উপর ৩ রাউন্ড গুলি চালালে মাদক ব্যবসায়ী রহমতের ডান পায়ে গুলি লাগে। বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
২১-বিজিবি’র খুলনা ব্যাটিলিয়নের অধিনায়ক মোহম্মদ মনজুর-ই-এলাহী মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ