করোনাভাইরাসের কারনে দীর্ঘ ৭৩ দিন বন্ধ থাকার পর সরকারী সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক ডব্লিও বি ৬৫/ বি ৫৬১১ ট্রাকে জিরা নিয়ে স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম চালু হয়। আগামীকাল মঙ্গলবার থেকে অন্যান্য পণ্য ভারত থেকে আমদানি শুরু হবে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে, দীর্ঘদিন পর আমদানি-রপ্তানি চালু হওয়ায় হিলি স্থলবন্দরের শ্রমিকরা ছাড়াও স্বস্থির নিঃশ্বাস ফেলেছে সিএন্ডএফ এজেন্টস ও আমদানিকারক ব্যবসায়ীরা। করোনাভাইরাসের কারনে গত ২৫ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার সকাল থেকে দুই দেশের মাঝে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন এই বন্দরে ৪০টি ট্রাকে করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হবে।
উল্লেখ্য, ৭৩দিন পর সোমবার সকাল থেকে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। প্রথম দিন জিরা আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। প্রতিদিন এই বন্দরে ৪০টি ট্রাকে করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হবে। করোনা ভাইরাসের কারনে গত ২৫ মার্চ থেকে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। জিরো পয়েন্ট থেকেই সরকারী সামাজিক দুরত্বসহ সকল নিয়ম কানুন মেনেই আমদানি করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ