করোনা সংক্রমণের প্রাদুর্ভার ঠেকাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর বাজারের সকল দোকানপাঠ চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা ব্যবসায়ীদের সংগঠন (বণিক) কমিটির সদস্যরা।
গত রবিবার রাতে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের এলাকায় মাইকিং করে এটি প্রচার করা হয়েছে।
সেতাবগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে সেতাবগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খান জানান, ৬ মে সেতাবগঞ্জ বাজারের এক ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে আমরা দোকানপাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী আফিসার ফখরুল হাসান বলেন, সেতাবগঞ্জ বাজারের এক ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার কারণে সেতাবগঞ্জ বণিক সমিতি আমার সাথে কথা বলে সেতাবগঞ্জ বাজারের সকল দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
বিডি প্রতিদিন/হিমেল