ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দিনাজপুরের চিরিরবন্দরে ২টি মুদি দোকান, ২টি গুদামঘর ও ২টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৩ ঘন্টার প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বর্ণাংলকার, আসবাবপত্র, নগদ টাকাসহ অন্তত ২৫ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।
রবিবার সন্ধার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় হাজী মোজাম্মেল হকের মুদি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে পাশের মুদিদোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে হাজী মোজাম্মেল হকের মুদি দোকানসহ মালামাল রাখার গুদামঘর, হাজী আজিবর রহমানের মুদি দোকানসহ মালামাল রাখার গুদামঘর এবং মোকলেছার রহমানের বাড়ির ২টি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ অন্তত ২৫ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়। পরে ফুলবাড়ি ও চিরিরবন্দর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
চিরিরবন্দর ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. আবু সায়েম ও ফুলবাড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানার নেতৃত্বে ২টি ইউনিটের সদস্যদের দীর্ঘ ৩ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন