বগুড়ায় করোনা থেকে সেরে উঠতে ইভেরা ও ডক্সিক্যাপ নামের ওষুধ বিক্রির ধুম পড়েছে। সাধারণ ক্রেতারা এই ওষুধ বেশি করে কিনে নেওয়ার ঘটনায় কিছু কিছু ওষুধের দোকানীরা ৬ থেকে ৮ টাকা দামের এই ট্যাবলেট এখন বিক্রি করছে প্রতিটি ২০ থেকে ২৫ টাকা করে। তিনগুণ দাম বাড়িয়ে বিক্রি করলেও প্রশাসন থেকে নেয়া হয়নি কার্যকর কোন পদক্ষেপ।
বগুড়া শহরের ওষুধের মার্কেট হিসেবে পরিচিত খান মার্কেটসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে প্রতিটি ইভেরা ৬ ও ১২ এমজির গায়ে ৬ টাকা এমআরপি দেয়া আছে। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা করে। সমমূল্যের ডক্সিক্যাপ ট্যাবলেট ও দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। শহরের কয়েকটি এলাকায় কে বা কারা বলেছে এই দুটি ওষুধ সেবন করলে করোনা ভাইরাস থেকে সেরে উঠে এবং করোনা ভাইরাসের কোন উপসর্গও দেখা দেয় না। যে কারণে শহরে এই দুটি ওষুধ এখন ধুমছে বিক্রি হচ্ছে দাম বাড়িয়ে। তবে এ ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল