কুড়িগ্রামের ত্রিমোহনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (৩২) নামের একজন ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে তিনি একজন ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য বলেও জানা যায়।
এলাকাবাসাীরা জানায়, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কালে মৌজার নবাব আলীর ছেলে মানিক মিয়া সোমবার দুপুরে নিজের বাসায় বিদ্যুতের সংযোগ লাইনে সংস্কারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় তার স্বজনরা সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে তাকে আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। নিহত মানিক মিয়ার শহরের ত্রিমোহনীতে একটি বড় ফলের দোকান রয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে সদর থানার ওসি মাহফুজুর রহমান সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার