মাদারীপুরে নতুন করে আরও ২১ জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ১১ জন, কালকিনিতে ৩ জন, রাজৈরে একজন ও শিবচর উপজেলায় ৬ জন। এ নিয়ে জেলার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে। আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ২২৯ জনের ফলাফল আসে স্বাস্থ্যবিভাগের কাছে। এর মধ্যে ২১ জনের রিপোর্ট পজেটিভ ও বাকিদের নেগেটিভ পাওয়া গেছে। নতুন সনাক্ত ২১ জনের মধ্যে সবচেয়ে বেশি সনাক্ত হয়েছে সদর উপজেলায়।
জেলায় করোনা আক্রান্ত ২১৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, শিবচর উপজেলায় ৪৪ জন, রাজৈর উপজেলায় ৬৬ জন এবং কালকিনি উপজেলায় ৪৫ জন। আক্রান্তদের মধ্যে আজ সোমবার ৭ জনসহ ৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৩ জন ।
মাদারীপুরের সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ২২৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে জেলায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ২১ জন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ