কুড়িগ্রামে কাঁঠালবাড়ী বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আমির হোসেন (৪২)। তিনি ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের জোবেদ আলীর ছেলে এবং পেশায় একজন রোলার চালক।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, রোলার চালক আমির হোসেন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে মোটরসাইকেলে চড়ে কুড়িগ্রামের দিকে আসছিলেন। এসময় রংপুর থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি থানায় নিয়ে আসে। সদর থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ