হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় পুলিশ উপজেলার বোরহানপুর গ্রামে অভিযান চালিয়ে স্বামী আল আমিনকে (৩০) আটক করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বালিউড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে মাসুমা বেগমকে ২০০৮ সালে বিয়ে দেয় মাধবপুর উপজেলার বোরহানপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে। শনিবার বিকেলে হঠাৎ করে আগুনে পুড়ে যায় মাসুমার শরীর। দ্রুত মাসুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রবিবার সন্ধ্যায় মাসুমার মৃত্যু হয়।
মাসুমার পরিবারের অভিযোগ মাসুমাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মাসুমার স্বামী আল আমিনকে আটক করেছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ জানান, মাসুমার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আল আমিনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল