নোয়াখালীর চাটখিলে নিখোঁজের এক দিন পর ডোবা থেকে প্রতিবন্ধী যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা পৌনে ৩ টার দিকে উপজেলার নোয়াখলা গ্রামের একটি ডোবা থেকে মো. রুবেল (২৩) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে চাটখিল ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় ইউপি মেম্বার আবুল কাশেম জানান, নোয়াখলা গ্রামের সৈয়দ পাইকের মানসিক প্রতিবন্ধী ছেলে রুবেল ওরপে মায়া রবিবার দুপুর থেকে নিখোঁজ হয়। সোমবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার পায়ের সেন্ডেল ভাসতে দেখে স্থানীয়রা সে ডোবায় অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পেতে ব্যর্থ হয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বেলা পৌনে ৩টার দিকে তার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
চাটখিল থানার ওসি (তদন্ত) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন