গৃহবধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নোয়াখালীর সুবর্ণচরে ব্যাংক কর্মকর্তা কামাল হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তার স্ত্রী বাদী হয়ে চরজব্বর থানা ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে ঘটনার চারদিন পরেও ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। অপরদিকে শিক্ষকও চরজব্বর থানায় ঐ নারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দাখিল করেন।
ঐ নারী অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে ঐ শিক্ষক তাকে উত্তাক্ত করে ও তার নামে নানা মন্তব্য করে। বিষয়টি জানতে পেরে তাকে জিজ্ঞাসা করতে গেলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ছেলেকে মারধর করে। এক পর্যায়ে আমি বাড়িতে আসলে পুনরায় ঐ শিক্ষক লাঠি হাতে তার নেতৃত্বে ৩০/৪০ জন আমার বসত বাড়িতে এসে হামলা ভাংচুর করে। যার ভিডিও ফুটেজ ফেইজবুক ও ইউটিউবে রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল