যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালে অস্বচ্ছল অসমর্থ ও দুঃস্থ ক্রীড়াবিদ এবং ক্রীড়া সেবীদের মাঝে মাসিক ভাতার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১১ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হুসেইন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন