৭ আগস্ট, ২০২০ ১৫:১১

দিনাজপুরে আরও ৫১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আরও ৫১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

প্রতীকী ছবি

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৮০ জনে। 

এদিকে, একই সময়ে জেলায় নতুন করে মোস্তফা (৪২) ও শফিউল্লাহ (৮৫)  নামে আরও দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৪২ জন।

আজ শুক্রবার দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ দিনাজপুরে নতুন করে ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদরের ৩৭ জন, বিরল ও চিরিরবন্দরে চারজন করে, বিরামপুরে দুইজন, নবাবগঞ্জ, পার্বতীপুর, ঘোড়াঘাট ও বীরগঞ্জে একজন করে রয়েছেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় আরও ৪১ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। আর এ পর্যন্ত এক হাজার ৩৬৮ জন ব্যক্তি করোনা জয় করেছেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় এক হাজার ৯৮০ জন করোনা আক্রান্তের মধ্যে ৪২ জন মারা গেছেন। এছাড়াও বর্তমানে ৪৮৬ জন হোম আইসোলেশন, ২৬ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশন ও ৫৮ জন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। 

বিডি প্রতিদিন/এজে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর