জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের স্মৃতিকে লালন এবং পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুন্ন রাখার লক্ষ্যে নাঙ্গলকোট পৌরসভার অর্থায়নে এটি নির্মাণ করা হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সহায়তায় নাঙ্গলকোট পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা সড়কের পুরোনো হাসপাতাল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণ করা হয়। এ ছাড়া ওই এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে।
নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নাঙ্গলকোট পৌরসভা বর্ষব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা সড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি ইতিহাসের মহানায়ক। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমাদের মুক্তি ও স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। নাঙ্গলকোটে জাতির জনকের ম্যুরাল স্থাপন নতুন প্রজন্মের মাঝে স্বদেশ প্রেমের চেতনা জাগাবে বলে আমি মনে করি।
বিডি প্রতিদিন/এমআই