টাঙ্গাইলের সখীপুরের টাকার অভাবে সুকুমার কোচ জয় (২৫) নামের এক ফুটবল খেলোয়াড়ের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ও শারীরিক ভাবে দুর্বলতায় ভুগছেন। উন্নত চিকিৎসা দিতে পারলে জয় স্বাভাবিক জীবনে ফিরে মাঠে খেলাধুলা করতে পারবে বলে চিকিৎসকের ধারণা।
এদিকে ছেলেকে বাঁচাতে সকলের কাছে সাহায্য প্রার্থণা করেছে পরিবার।
দরিদ্র পিতা জিতেন্দ্র কোচ বলেন, যেটুকু সহায়সম্বল ছিলো তা বিক্রি করে ছেলের চিকিৎসা করেছি। এখন আমি নিঃস্ব, ছেলের চিকিৎসা করানোর টাকা পয়সা নাই। ডাক্তার বলেছে ওর চিকিৎসা করতে ২/৩ লক্ষ টাকা ব্যায় হতে পারে। ছেলেকে বাঁচতে সবার কাছে সাহায্য চাই।
সুকুমার কোচ জয় বলে, আমি বাঁচতে চাই, আমি আবার মাঠে খেলাধুলা করতে চাই। আমাকে সবাই একটু সাহায্য করুন।
সুকুমার কোচ জয় ফুটবল খেলে সখীপুরের বিভিন্ন এলাকায় বেশ সুনাম অর্জন করেছে। তিনি ধোপারচালা ফুটবল একাদশ, বহেরাতৈল গণ উচ্চ বিদ্যালয়, বাঘেরবাড়ী কাকড়াজান উচ্চ বিদ্যালয়, সুর্যতরুন স্কুল এন্ড কলেজ এবং আরিয়ান স্পোর্টিং ক্লাবের হয়ে অনেক ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল