জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নজরুল একাডেমির আত্মপ্রকাশ ঘটেছে। নতুনদের প্রধান্য দিয়ে পুরাতন সাংস্কৃতিক কর্মীর সমন্বয়ে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে এ একাডেমির যাত্রা শুরু হয়েছে।
আর এই নতুন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের নজরুল একাডেমি’র অস্থায়ী কার্যালয়ে আয়োজন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ৪৪ তম প্রয়াণ দিবস ও শ্রদ্ধাঞ্জলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব টেলিভিশন অভিনেতা কল্লোল বিশ্বাস। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র প্রয়াণ দিবস ও শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় উপস্থিত নজরুল ভক্ত ও শিল্পীদের সম্মিলিত কণ্ঠে মোরা ঝঞ্জার মত উদ্দ্যম, মোরা ঝর্নার মত চঞ্চল, মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত স্বচ্ছল-এ কোরাস গান দিয়ে।
এ অনুষ্ঠানে কলাপাড়া শিল্পী গোষ্ঠির সভাপতি মাহবুবুর রহমান আজাদ, উপজেলা নজরুল একাডেমির সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারন সম্পাদক জাকিউন নসিব চঞ্চল, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি উত্তম কুমার হাওলাদার, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, সাংবাদিক ফরাজি মোহাম্মদ ইমরান, সাংস্কৃতিক কর্মী টিংকু রায়, এস এম মাইনুল, জাবের, তুষারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল