শরীয়তপুরের ভোজেশ্বরে মাহিন্দ্রার চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাহিদুর রহমান মুকুল (৫০)। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের শুভগ্রামের রোরহান উদ্দিন মির মালতের ছেলে এবং ইতালি প্রবাসী। এ ছাড়া তিনি নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
বুধবার (১৬ সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে নড়িয়া উপজেলার ভেজেস্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোজেশ্বর বাজারের ব্রিজের কাছে মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেলে থাকা আরোহী মকবুল নিহত হন। তখন মোটরসাইকেল চালকও আহত হন। মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ