নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে জান্নাতুল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ জাগিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জান্নাতুল ওই গ্রামের কৃষক সোহেল মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাড়ির আশপাশের ডোবাগুলো পানিতে ভরে যায়।
তেমনি সোহেল মিয়ার বাড়ির পাশের ডোবাটিও পানিতে টইটম্বুর হয়। আর এই ডোবায় তার দুই বছরের কন্যা শিশু পড়ে গিয়ে ডুবে যায়।
দীর্ঘক্ষণ পরিবারের লোকজন জান্নাতুলকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির করে। পরে দুপুর ২টার দিকে বাড়ির পাশের ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে তারা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ-আলম জানান, শিশু মৃত্যুর বিষয়টি হাসপাতালের আরএমও ফোনের জানালে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর