১৯ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৪

রায়পুরে বিদেশি বিয়ারসহ যুবলীগ নেতা আটক

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

রায়পুরে বিদেশি বিয়ারসহ যুবলীগ নেতা আটক
লক্ষীপুরের রায়পুরে ২৫০ ক্যান বিদেশি বিয়ারসহ মিজানুর রহমান ঢালী নামে যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে।
 
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের গজারিয়া গ্রাম থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে। 
 
আটক মিজান উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও একই ইউনিয়নের গজারিয়া গ্রামের ফজলুল করিম ঢালীর ছেলে। 
 
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মিজান ঢালীর বাড়ির ভেতর থেকে মাটি খুঁড়ে ২৫০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়।
 
গত কয়েক মাস আগে ভ্রাম্যমাণ আদালত মিজানের 'বিসমিল্লাহ সুইটস অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে' অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করেছিল। ওই সময় মিজান ঢালী পালিয়ে গেলে তার কর্মচারীকে ৩ মাসের জেল এবং ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে থানা পুলিশ।
 
লক্ষীপুর জেলা ডিবি পুলিশের ওসি একেএম ফজলুল হক বলেন, মিজানুর রহমান ঢালীর বিরুদ্ধে রাজনীতি ও ব্যবসার আড়ালে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার অভিযোগ ছিল। ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ তাকে আটক করে। পরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।
 
বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর