বরাবরের ন্যায় শেরপুরের নকলা উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা ঘাট থেকে ব্রহ্মপুত্র অংশে ওই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পার্শ্ববর্তী জেলা জামালপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে পঙ্খীরাজ, টাইগার, ঘূর্ণিঝড়, মামা-ভাগ্নে ইত্যাদি বাহারি নামের বেশ কয়েকটি নৌকা ওই প্রতিযোগিতায় অংশ নেয়। চরঅষ্টধর ইউনিয়ন ও চন্দ্রকোনা ইউনিয়নবাসীর যৌথভাবে আয়োজিত এ প্রতিযোগিতায় মামা-ভাগ্নে প্রথম স্থান অধিকার করে।রানার্সআপ হয়েছে ঘূর্ণিঝড়।
ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত ও চরঅষ্টধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আহসান হাফিজ খান।
এই নৌকাবাইচকে ঘিরে দুপুর থেকেই নদী অববাহিকায় হাজারও মানুষ জমা হতে থাকে। মেলা বসে এলাকাজুড়ে। কয়েক ঘণ্টা ব্যাপী চলে এলাকার ঐতিহ্যবাহী জারি গান। নৌকাবাইচ দেখতে জামাই-মেয়েকেও দাওয়াত দিয়ে এনেছিল স্থানীয় বাসিন্দারা।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী বলেন, এখানে প্রতিবছর নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। এটি এলাকার বাৎসরিক আনন্দের প্রাচীন ঐতিহ্য। তাই যুগ যুগ ধরে প্রতি বছর নৌকাবাইচের আয়োজন করে আসছেন তারা।
বিডি প্রতিদিন/ফারজানা