ফরিদপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শামসুল হক ভোলা। তার মনোনয়ন পাওয়ায় ভাঙ্গায় মিষ্টি বিতরণ করেছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকেরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা ফাইজুর রহমান ও রাহাত বেগ প্রমুখ।
ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, নিক্সন চৌধুরী এমপির পক্ষ থেকে আমরা এ মিষ্টি বিতরণ করলাম। শামসুল হক ভোলা মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত।
ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী মনোনয়ন ঘোষণার পর তার ফেসবুকে এক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মো. শামসুল হক ভোলাকে নমিনেশন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধার মৃত্যুতে এ পদটি শূন্য হয়। আগামী ২০ অক্টোবর এ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই