২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৯:০৭

সোনাতলায় বন্যায় সড়কের বেহাল দশা!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সোনাতলায় বন্যায় সড়কের বেহাল দশা!

বগুড়ার সোনাতলায় চলতি বছরে দুই দফা বন্যায় ৪১ কিলোমিটার সড়ক খানা-খন্দে পরিণত হয়েছে। এছাড়াও একটি ব্রিজ বন্যার পানির তোড়ে উল্টে গেছে। ফলে পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। 

এবারের দুই দফা বন্যায় বগুড়ার সোনাতলা উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩৯ কিলোমিটার কাঁচা ও দুই কিলোমিটার পাকা সড়ক খানা-খন্দে পরিণত হয়। এছাড়া বন্যার পানির স্রোতের তোড়ে মহেশপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন স্থানে একটি ব্রিজ উল্টে গেছে। 

সড়কগুলো হচ্ছে-তেকানীচুকাইনগর কাঁচারীবাজার-বংশবাড়ী সড়ক, পূর্বতেকানী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মুশোরপাড়া সড়ক, মহেশপাড়া পিএমডি মাদ্রাসা সড়ক, বালিয়াডাঙ্গা-মহব্বতেরপাড়া সড়ক, বালিয়াডাঙ্গা-দাউদেরপাড়া সড়ক, মহব্বতেরপাড়া-বালিয়াডাঙ্গা সড়ক, সোনাতলার চরপাড়া বাসস্ট্যান্ড-হুয়াকুয়া ভায়া পদ্মপাড়া হরিখালী সড়ক, সোনাতলা-হরিখালী ভায়া নামাজখালী সড়ক, সোনাতলা-ভেলুরপাড়া ভায়া কলেজ স্টেশন সড়ক, চরপাড়া তিনমাথা-ঠাকুরপাড়া ভায়া হাটকরমজা সড়ক, মধুপুর-জুমারবাড়ী ভায়া ফুলবাড়ী সড়ক, মধুপুর-তেকানীচুকাইনগর সড়ক, জোড়গাছা ইউপি-চরপাড়া হাট ভায়া সোনাকানিয়া সড়ক, জোড়গাছা ইউপি-কলেজ স্টেশন সড়ক, সৈয়দ আহম্মদ কলেজ বটতলা-কলেজ হাট সড়ক, কলেজ স্টেশন-লাঠিগঞ্জ সড়ক, বালুয়া-রানীরপাড়া সড়ক, হরিখালী-পাকুল্লা সড়ক, বালুয়া-কর্পূরহাট সড়ক, পাকুল্লা-তালতলা সড়ক, পাকুল্লা-চরপাড়া সড়ক, কর্পূর-মূলবাড়ীয় সড়ক, দিগদাইড় ইউপি-কলেজ স্টেশন-চরপাড়া সড়ক।

এদিকে, সোনাতলা পৌরসভার সোনাতলা ঘোড়াপীড়-জুমারবাড়ি সড়ক, সোনাতলা বন্দর-শাহবাজপুর ভায়া মহর আলীর বাড়ি সড়ক, সোনাতলা হাসপাতাল-মাগুরাদহ সড়ক, সোনাতলার চমরগাছা-নিত্যনন্দনপুর মসজিদ ভায়া কানুপুর সড়ক, সোনাতলা রেলগেট-চমরগাছা ভায়া ব্যাঙেরঘাট ব্রিজ সড়ক, খানপাড়া-মোকামতলা সড়ক, শাহবাজপুর জাহিদুলের বাড়ি হতে-শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক। 

এ ব্যাপারে সোনাতলা উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইমরান জানান, সড়কগুলো সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সড়কগুলো সংস্কার করা হবে। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর