বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৭২টি পূজামণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে।
এবারের পূজায় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
আজ বুধবার পূজামণ্ডপ কমিটির নেতাদের নিয়ে একটি সমন্বয় সভা করেছে প্রশাসন। সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, স্থানীয় থানার ওসি মো. মনিরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর