২৯ অক্টোবর, ২০২০ ১৬:০৮

মেহেরপুরে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের আবু বক্কার শাহা হত্যা মামলার রায়ে আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার রায় প্রদান করেছেন আদালত। অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-গাংনী উপজেলার করমদি গ্রামের এনামুল হক, জাহিদুল ইসলাম, আব্দুল বারী, রমজান শাহা, মোহাম্মদ শাহা, সিরাজুল ইসলাম পচা, আলতাফ হোসেন এবং মিন্টু শাহা।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৪ জুন গাংনী উপজেলার করমদি গ্রামের বশির উদ্দিনের ছেলে আবু বক্কার শাহা সকাল সোয়া ৭টার দিকে করমদি মাঠে ঘাস কাটছিলেন। ওই সময় পূর্ব শক্রতার জের ধরে আসামিরা বক্কার শাহার ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বক্কার শাহা মারাত্মক আহত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহত বক্কার শাহার ছেলে শাহাবুদ্দিন শাহা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান ও এ কে এম শফিকুল আলম কৌশলী ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর