বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে আবু তালেব (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি কামুল্ল্যা চকনাথখোলা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
শনিবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা চকনাথখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
জানা গেছে, সন্ধ্যায় উপজেলার কামুল্ল্যা চকনাথখোলা গ্রামের বৃদ্ধ আবু তালেব তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে কৌশলে বাড়ির পাশের জঙলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায়। এ সময় স্কুল শিক্ষার্থীর চিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে এসে বৃদ্ধ আবু তালেবকে আটক করে। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা জোতিন রবিদাশ বাদী হয়ে থানায় মামলা করেন।
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ধর্ষণচেষ্টাকারী বৃদ্ধ আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ