মুন্সীগঞ্জ জেলা সদরের চরাঞ্চালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মামুন হালদার ও নজির হালদার গ্রুপের মধ্যে ককটেল, বোমা আর গুলাগুলিতে জেলা সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এসময় উভয় গ্রুপের লোকজন অর্ধশতাধিক ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে ভাঙচুর চালিয়ে ব্যাপক লুটপাট করেছে বলে জানা গেছে। এসময় দুই পক্ষের লোকজনের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় নজির হাওলাদার গ্রুপের গুলিবিদ্ধ কাদের (২৭), রবিন (১৫), রুবেল (৩৫), ফেরদৌস (২৫), নাসির খা (১২), ফারুক (১৬), চুন্নু খান (৭০), ছাড়াও মাহফুজ (৩০), কহিনুর (৪০) ও শাহীদা বেগম (৪৬) সহ ১০ জন আহত হয় বলে জানা গেছে।
অপর পক্ষে সামসুদ্দিন হালদার মামুন গ্রুপের গুলিবিদ্ধ শাওন(২০) ও বোমা হামলায় জসিম(২৫) ও আলামিন(২৫), সেলিম হালদার(৪৮), শরিফ(৪২) আলামিন (২৫), আব্দুল (৩০) নাছির মেম্বার(৪৫), মিল্লাত বেপারী(৪৭) সহ ৯জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আলামিনের অবস্থা আশংকজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অপর আহতদের গোপনে জেলার বাহিরে সরকারি বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে উভয় পক্ষ জানান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, শনিবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে তারা ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারাই মামলা করবে তাদের মামলা নেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উভয় পক্ষ মামলা করবে বলেও জানা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন