কিশোরগঞ্জের করিমগঞ্জে শিক্ষক নেতা শামসুল হক ফরহাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম।
এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, মাঝিরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা শিক্ষক সমিতির (জাতীয়করণকৃত) আহবায়ক মতিউর রহমান জাহাঙ্গীর, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুরকান আক্তার, নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন জাহান রেবা প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন