বগুড়ার ধুনট পৌরসভায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৮ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণসহ ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, পৌর কাউন্সিলর জমিদার শাহজাহান, রনজু মল্লিক, আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন