১৩ নভেম্বর, ২০২০ ২১:০২

নাটোরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাটোর প্রতিনিধি

নাটোরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় একটি মাদকসাসক্ত নিরাময় কেন্দ্রে অভিযান পারিচালনা করে র‌্যাব ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় সেবা গ্রহিতার জীবন বিঘ্ন করার অপরাধে আলোকিত জীবন বেসরকারি মাদকাসক্ত চিকিৎসা নিরাময় কেন্দের রেজাউল করিম ডলারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানা ও মাহবুবা আক্তার, পরিদর্শক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর এর যৌথ নেতৃত্বে বৃহ¯পতিবার বিকালে অভিযান চালানো হয়। 

এ সময় আলোকিত জীবন বেসরকারি মাদকাসক্ত চিকিৎসা নিরাময় কেন্দ্রে অভিযান পরিচালনা করে সেবা গৃহীতার জীবন ও নিরাপত্তা বিঘ্নকারী কাজ করার অপরাধে শহরের কানাইখালী এলাকার আফজাল হোসেনের ছেলে এ টি এম রেজাউল করিম ডলারকে (৩৩) আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শমা খাতুন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এটিএম রজোউল করিমের ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর