ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজয়নগর থানা পুলিশ জানায়, সকালে বিলে শিশুরা খেলা করছিল। খেলায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় সেখানে উপস্থিত উত্তরপাড়া চৌধুরী বাড়ির তোরাব আলীর স্ত্রী আরজিনা খাতুন (৩৫) দক্ষিণ পাড়া চৌধুরী বাড়ির জামাল মিয়াকে নাম ধরে গালি দেয়। জামাল মিয়া উপস্থিত না থাকলেও তার বাড়ির কয়েকজন নারী সেখানে ছিল। জামাল মিয়াকে ওই নারীরা বাড়িতে গিয়ে আরজিনার গালি দেওয়ার কথাটি জানায়।
এরই জেরে দক্ষিণপাড়া চৌধুরী বাড়ির জামাল মিয়ার লোকজন অতর্কিত ভাবে হামলা করে উত্তরপাড়া চৌধুরী বাড়ির লোকজনের উপর। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে নারীসহ অন্তত ২০ জন আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর