টানা ১৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি বাগেহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোলের মধ্য থেকে চুরি হয়ে যাওয়া ১৭দিন বয়সী শিশুটির। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন মা শান্তা আক্তার। মেয়ের বালিশ, কাথা জড়িয়ে চিৎকার করছেন তিনি। তবে পুলিশের মতে, ঘটনাটি রহস্যজনক।
রবিবার দিবগত রাত ১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের জেলে সুজন খানের ২য় সংসারের শিশু কন্যা সানজিদাকে বিছানা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। থানা পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারের জন্য রাত থেকে কাজ শুরু করলেও সোমবার বেলা ৩ টা পর্যন্ত কোন হদিস মেলেনি শিশুটির।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মা-বাবার কোলের মধ্য থেকে শিশু চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। শিশুটির সন্ধান লাভের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।
আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাফিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন