ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে বগুড়ার আদমদীঘিতে তৌহিদী জনতার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার গো-হাট প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির প্রায় ২ কিলোমিটার প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার শত শত মানুষ অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন আদমদীঘি ফয়জিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি ইব্রাহিম হোসেন, মুফতি মাহবুব, মাওলানা আল হেলাল জামালী, মুফতি রুহুল আমিন, মাওলানা ইউনুস আলী, হাফেজ সৈকত চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন