চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা এলাকায় সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম বকুল (৪৪) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর-ফুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় দুজন আহত হয়েছেন।
নিহত সাইফুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর তেলিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিযোগে সাইফুল চাঁপাইনবাবগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে ফুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার এসআই বাসির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলি ও সিএনজি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই