কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ছবি তুলতে গিয়ে মারধরের শিকার আহত সাংবাদিকরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদসহ অজ্ঞাত পরিচয় ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মারধরের শিকার দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার বাদী হয়ে গতকাল শনিবার(৫ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত নয়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় বিএনপি নেতার মালিকানাধীন এসবি পরিবহন কার্যালয়ের সামনে দেবেশ চন্দ্রসহ সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় সেখানে ছাত্রলীগ নেতা সাদ আহমেদসহ আসামিরা মোটরসাইকেলে করে হকিস্টিক ও লাঠিসোঁটাসহ এসবি কাউন্টারের সামনে যান। তারা বাস কাউন্টারে ভাঙচুর চালান।
এসময় দীপ্ত টেলিভিশনের ক্যামেরাম্যান সেই দৃশ্য ধারণ করতে থাকেন। সাদ সংবাদ সংগ্রহে বাধা দেন। দেবেশ ও ক্যামেরাম্যানকে মারধর এবং ক্যামেরা ভাঙচুর করা হয়। সাংবাদিক দেবেশ চন্দ্র ও ক্যামেরাম্যান হারুন উর রশীদকে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হারুন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর থেকে সাদ আহমেদের মোবাইল বন্ধ রয়েছে। তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ