বাল্যবিয়ে বন্ধে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জাহেরপুর গ্রামের একদল কিশোরী অঙ্গিকার বদ্ধ হয়েছেন। সোমবার বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগ আর ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় পরিচালিত সি-ফর-ডি কর্মসূচির অধিনে পরিচালিত ওই দলটিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদ এ অঙ্গিকার করান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব আহমেদ, স্বাবলম্বীর উপজেলা সমন্বয়কারী মহসিন মিয়া ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক স্বাগত সরকার শুভ প্রমুখ।
সমন্বয়কারী মহসিন মিয়া জানান, স্বাবলম্বীর উদ্যোগে বাল্যবিয়ে বন্ধের লক্ষ্যে এ উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দু’টি কিশোরী দল, একটি কিশোর দল, একটি মা দল ও একটি বাবা দল রয়েছে। প্রতিটি দলের ১৫ থেকে ২০ জন সদস্য বাল্যবিয়ে প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক প্রচারাভিযান করছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন