বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বরিশাল মহানগর ও জেলা শাখার উদ্যোগে রবিবার রাতে নগরীর ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি শামিল শাহরোখ তমালের সভাপতিত্বে এবং ইমরান নূর নিরবের সঞ্চালনায় সভায় আলোচক ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু এবং জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ।
এছাড়া ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুজন আহমেদ, জেলা সভাপতি মিন্টু দে, কেন্দ্রীয় নেতা পাপিয়া আফরোজ, আল মামুন রাব্বি, বিএম কলেজ নেতা আরাফাত হোসেন শাওন, আলী হোসেন ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম তালুকদার প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
১৯৮০ সালের ৬ ডিসেম্বর ছাত্রমৈত্রীর পথ চলা শুরু হয়। এদিকে আলোচনা সভা শেষে বিএম কলেজ ছাত্রমৈত্রীর কর্মী সভায় সর্বসম্মতিক্রমে আরাফাত হোসেন শাওনকে সভাপতি, মো. মুবিন ইসলামকে সাধারণ সম্পাদক এবং আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের নতুন কমিটি ঘোষনা করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন