লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা বিআরডিবি হলরুমে ৩০ জন কৃষককে এ প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যাবলী, লেবু জাতীয় বিভিন্ন ফল (লেবু, মাল্টা, কমলা, সাতকরা) এর উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা, ফল গাছের চারা রোপন পদ্ধতি, গ্রাফটিং কৌশলসহ লেবু জাতীয় ফলের গুরুত্ব বিষয়ে ধারণা দেয়া হয়।
প্রশিক্ষণ দেন সিলেট জেলা কৃষি অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন, জেলা প্রশিক্ষণ অফিসার বিমল চন্দ্র সোম, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব সরকার। প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে স্প্রে মেশিন, সিকেচার, গ্রাফটিং নাইফ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন