শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমান জাহাঙ্গীরের ৪৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন তার বড় বোন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা।
এসময় উপস্থিত ছিলেন মতিউর রহমান জাহাঙ্গীরের বড় ভাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক হাফিজ আহমদ।
জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারে সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোহাসিন চৌধুরী, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মোঃ রফিকুল ইসলাম বীর প্রতীক, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইমাম রাজ টুলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউপি চেয়ারম্যান আবু তালেব ভুইয়া ও উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন