ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দু’টি ইট ভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এ জরিমানা করেন।
জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে অবস্থিত একটি ইট ভাটাকে ১ লাখ এবং চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে অবস্থিত অপর একটি ইট ভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ, সংশোধন) আইন ২০১৯ এর ৫(২) ধারায় এই জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন