জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নাটোর জেলা ছাত্রলীগ।
সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিক কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিল্পব, আব্দুর রাজ্জাক ডাবলু, সায়েম হোসেন উজ্জ্বল, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম মাসুমসহ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নাটোর এন এস সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি এসএম শাহাদাৎ হোসেন রাজিবসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন