জাতীয় পার্টি ঝালকাঠি পৌর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল তিনটায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা এম.এ কুদ্দুস খান।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব বজলুর রহমান। জাতীয় পার্টি পৌর কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান, জেলা যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল জলিল গাজী, পৌর কমিটির সদস্য সচিব এ. কে.এম বেলায়েত হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনজু ও জেলা যুব সংহতির সভাপতি সৈয়দ আবু শহীদ।
দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে কন্ঠভোটে এ. কে.এম বেলায়েত হোসেনকে সভাপতি ও সৈয়দ আবু শহীদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন