নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে বাপ্পি নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানা যায়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানাধীন হীরাঝিল আবাসিক এলাকার মফিজুল ইসলাম মজুর ২ তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় স্বজনরা।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মফিজুল ইসলামের পাশের একটি ভবনের ভাড়াটিয়া রিপন মিয়ার শিশু ছেলে বাপ্পি খেলতে যায়। মজু মালিকানাধীন ঐ ২ তলা ভবনে কোন নিরাপত্তা র্যালিং না থাকায় খেলতে খেলতে নিচে পড়ে যায় শিশুটি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাদ থেকে পড়ে এক শিশু গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে আনা হয়। শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে তিনি জানান, বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন