নাটোরে রাজশাহীগামী একটি কার্গো ট্রাকের সাথে বগুড়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসে থাকা ১২ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
শনিবার বিকেল ৪টায় বড়াইগ্রামের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে ঢাকা থেকে আসা রাজশাহীগামী একটি কার্গো ট্রাকের সাথে পাবনার দাশুড়িয়া থেকে বগুড়ার ধুনটগামী একই হাইস মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ভেতরে থাকা যাত্রীরা আহত হন।
বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন